প্রত্যেকটি মানুষের স্বপ্ন থাকে; কিন্তু সেই স্বপ্ন পূরণের সামর্থ্য সবার থাকে না। পরিবারগত, পরিস্থিতিগত, মেধাগত, শারীরিক সামর্থ্যগত এবং দুর্ঘটনামূলক বিভিন্ন কারণে সেই স্বপ্ন হাতে ধরা দেয় না। অনেক সময় ভুল সিদ্ধান্ত ও ভুল বিশ্বাস লালনের কারণেও স্বপ্ন ভেঙ্গে যায়।
আবার কখনও এই প্রতিযোগিতার বিশ্বে স্বপ্ন ও নিজের অবস্থানের কাল্পনিক বিশ্বাসের কারণেও স্বপ্ন ধরা দেয় না।
তাই স্বপ্ন পূরণের জন্য সুপরামর্শ একটি ভালো সহায়িকা হিসেবে কাজ করে। তাই কারও ব্যক্তিগত জীবনের স্বপ্ন পূরণের প্রাক সম্ভাবনা যাচাই ও লাইফের রূপরেখা বিষয়ক ফলপ্রসূ পরামর্শ দিতে Advice Desk এর Personal Advising Program for Life Development (PAPLD) প্রোগ্রাম সহায়তা করে থাকে। তুমিও তোমার লাইফের স্বপ্ন পূরণের সম্ভাবনা যাচাই করতে ও রূপরেখা ঠিক করতে আসতে পারো আমাদের ক্যাম্পেইনের Advice বুথে।
সেখানে আমরা তোমাকে নিম্নোক্ত প্রশ্নগুলো করবো ও কিছু পরীক্ষা নিরীক্ষা করে তোমার জীবনের রূপরেখা ঠিক করার পরামর্শ দিবো।
আর হ্যা, একটা কাজ করলে ভালো হয়— নিম্নোক্ত প্রশ্নগুলোর উত্তর কাগজে লিখে আনবে ও অন্যান্য যেসব জিনিস চাওয়া হয়েছে সেসবও আনবে। আর উত্তর লেখার ক্ষেত্রে একটি প্রশ্নের উত্তর শেষ করে দুই ইঞ্চি ফাঁকা রেখে পরের প্রশ্নের উত্তর লিখবে।
আরেকটা কথা— কোনো অহংকারী ও বদমেজাজি লোকের এসব করার দরকার নাই; এ ধরণের লোককে আমরা পরামর্শ দেই না। কারণ, তাদেরকে যত পরামর্শই দেই না কেনো তারা জীবনে উন্নতি করতে পারবে না।
আসুন এবার শুরু করা যাক। ডাক্তারের প্রেসক্রিপশনের মতো শুরুতেই তোমার নাম ও বয়স লিখো। এরপর প্রশ্নগুলোর উত্তর লিখো। কোনো প্রশ্ন না বুঝলে সেটার উত্তরে "Help to Answer" লিখে সে প্রশ্নটা এড়িয়ে যাও ও অন্যগুলোর উত্তর করো, সাক্ষাতে সেটার সমাধান করা হবে।
♦ স্বপ্ন ও প্রত্যাশা (প্রশ্ন ১-২):
১. তোমার স্বপ্ন কী?
২. তোমার কি কোনো উচ্চাকাঙ্ক্ষা আছে? থাকলে সেসব কী কী?
♦ পারিবারিক সুহৃদ্যতা (প্রশ্ন ৩-৫):
৩. তোমার ফ্যামিলির অবস্থা কীরূপ?
(ক) নিম্নবিত্ত
(খ) মধ্যবিত্ত
(গ) উচ্চবিত্ত
(ঘ) নিম্নমধ্যবিত্ত
(ঙ) উচ্চমধ্যবিত্ত
৪. তোমার ফ্যামিলির সম্পদের পরিমাণ টাকার অংকে কত?
৫. তোমার ফ্যামিলি ডেডিকেটেড ফ্যামিলি নাকি কনজারভেটিভ ফ্যামিলি?
(নোট: ডেডিকেটেড ফ্যামিলি কী? এবং কনজারভেটিভ ফ্যামিলি কী? তা জানতে এখানে—ক্লিক—করো)
• ডেডিকেটেড হলে কীরূপ ডেডিকেটেড?— (ক) কিছুটা ডেডিকেটেড (খ) মোটামুটি ডেডিকেটেড (গ) ফুল ডেডিকেটেড
• কনজারভেটিভ হলে কীরূপ কনজারভেটিভ?— (ক) হাইলি কনজারভেটিভ (খ) মোটামুটি কনজারভেটিভ (গ) একটু একটু কনজারভেটিভ
♦তোমার এখনকার অবস্থান ও অভ্যাস (প্রশ্ন ৬-১০):
৬. তুমি এখন কী করো?
৭. তোমার দৈনন্দিন কর্মসূচি অর্থাৎ সারাদিনে কী কী কাজ করো?
৮. কোন কোন কাজ দায়ে পড়ে করো ও কোন কোন কাজ নিজের ইচ্ছায় ভালোবাসা থেকে করো?
৯. মাইন্ড রিফ্রেশমেন্টের কোন পদ্ধতিতে বেশি সময় দাও? TV/ অনলাইন বিনোদন, ভার্চুয়াল গেম, মাঠে খেলাধুলা, সৃজনশীল কাজ ইত্যাদি।
১০. তুমি কি এখন নিজে কিছু ইনকাম করো না কি পুরোপুরি ফ্যামিলির টাকায় চলো?
♦ মানসিক ক্যাপাসিটি (প্রশ্ন ১১-১৫):
১১. প্রকৃতির কোন কোন জিনিস তোমার কাছে বিরক্তিকর? (সর্বোচ্চ ৫টি) (যেমন— গা ঘামা, ধুলাবালি, দুর্গন্ধ ইত্যাদি)
১২. মানবসৃষ্ট কোন কোন জিনিস তোমার কাছে বিরক্তিকর? (যেমন— টয়লেট ব্যবহারের পর তা পরিষ্কার না করে রাখা, কাউকে কোথাও নির্দিষ্ট সময়ে ডেকে সময়ের কাজ সময়ে না করে দেওয়া ইত্যাদি এরূপ)।
১৩. মানুষের কোন কোন আচরণ তোমার কাছে সবচেয়ে বেশি খারাপ লাগে?
১৪. তুমি যদি কোনো সেচ্ছাসেবামূলক কাজ করে থাকো সেসবের বিবরণ।
১৫. যদি লটারিতে অনেক টাকা পাও তাহলে সেই টাকা দিয়ে কী করবে?
♦ ক্রাইসিস ওভারকামিং ক্যাপাবিলিটি (প্রশ্ন ১৬-১৮):
১৬. তোমার কী কোনো মেয়েবন্ধু আছে? থাকলে তাকে নিয়ে তোমার পরিকল্পনা কী?
১৭. তুমি কি এমন কোনো কাজ পারো যেটা করে অর্থ উপার্জন করা যায়?
অথবা,
কোন কোন পরিশ্রমের কাজ করতে পারো?
১৮. কোন কোন বৃত্তিমূলক কাজ করতে পারো? যেমন— ইলেক্ট্রিসিটি মেকানিক, রঙ মিস্ত্রি (পেইন্টিং), পাইপলাইন মেকানিক ইত্যাদি ইত্যাদি।
♦ আসক্তি ও সমস্যা (প্রশ্ন ১৯-২০):
১৯. তোমার ধুমপান বা অন্যকোনো আসক্তি থেকে থাকলে সেক্ষেত্রে তোমার কত টাকা ব্যয় হয়?
২০. তোমার লাইফে এমন কোনো বিষয় আছে কি যা তোমার কাছে সমস্যা মনে হয়? (যেমন— রংপুর কারমাইকেল কলেজের এক ছেলে টয়লেট থেকে ফিরে তিনবার সাবান দিয়ে হাত ধোয় এবং এটা যে তার সমস্যা তা সে বুঝতে পেরেছিল ও এ বিষয়ে পরামর্শ চেয়েছিল)।
❑ পরীক্ষা-নিরীক্ষার রিপোর্টসমূহ—
১. Luck সাপোর্ট টেস্টঃ আমরা করিয়ে দেবো।
২. হেলথ সাপোর্টঃ
(ক) তোমার কোনো বংশগত জটিল রোগ আছে কিনা (যেমন— IBS আমাশয়, অ্যালার্জি, গ্যাস্ট্রিক, হরমোনাল রোগ, ব্রেইন রোগ ইত্যাদি)? যদি থাকে তার বিবরণ।
(খ) তোমার পঞ্চইন্দ্রিয়ের সেনসিটিভিটি টেস্টের ফলাফল (আমরা করিয়ে দেবো)।
৩. ব্রেইন সাপোর্টঃ তোমার ব্রেইনের মেমোরি টেস্ট ও প্রসেসর টেস্টের ফলাফল (আমরা করিয়ে দেবো)।
(নোট: মেমোরি টেস্টের পরীক্ষাটি নিজেই করতে চাইলে উচ্চমাধ্যমিকের মনোবিজ্ঞানের ব্যবহারিক অংশের তাৎক্ষণিক স্মৃতি প্রসর (Immediate Memory Span) নির্ণয়ের পরীক্ষাটি অন্য কারও সাহায্য নিয়ে নিজের উপর করে দেখে তোমার এই স্মৃতির স্কোর বের করো। স্কোর ৭ থাকলেই তা মূলত স্বাভাবিক, কিন্তু বাংলাদেশের প্রেক্ষাপটে স্কোর ৮ থাকলে তা সেফ জোন)
৪. অ্যাডভান্সডমেন্টঃ তোমার বিগত বোর্ড পরীক্ষার মার্কশিটের ফটোকপি (রেজাল্ট ভালো না হয়ে থাকলে ভালো করতে না পারার কারণসমূহ কী কী ছিল তার বর্ণনা)।
Note: তুমি যদি কনজারভেটিভ ফ্যামিলির সন্তান হয়ে থাকো তাহলে তোমার ফ্যামিলির সম্পদের পরিমাণ টাকার অংকে যেটা হিসেব করেছিলে সেটা একটানে কেটে দাও; কারণ এটা তোমার কোনো কাজে আসবে না। একজন অনাথ, ইয়াতিম, নিঃস্ব ছেলে জীবনের পরিকল্পনা যেভাবে সাজায় তোমাকেও তোমার জীবনের পরিকল্পনা সেভাবে করতে হবে। সেক্ষেত্রে তোমার মেধা, পরিশ্রম করার ক্ষমতা, অধ্যাবসায় ও স্মার্টনেস তোমাকে দ্রুত উন্নতি করতে সহায়তা করবে।
তাই এসব প্রশ্নের উত্তর নিয়ে উপস্থিত হও আমাদের Advice Desk এর ক্যাম্পেইন বুথে।
আর কখন কোথায় ক্যাম্পেইন হবে তা জানতে ভিজিট করো Advice Desk এর ফেসবুক পেজ।
ফেসবুক পেজের লিংক→
facebook.com/advicedesk
হেল্পলাইন: ০১৭৪৬-৩১৫৬৩৯
Look: যাদের পক্ষে বুথে আসা সম্ভব নয় তারা মেসেঞ্জারে এসব কাগজের ফটো তুলে পাঠাবে ও তোমার একটা ফুল বডির ছবিও পাঠাবে যাতে তুমি ফিট আছো কি না তা বোঝা যায়। আর ফোনেও এসব টেস্টগুলো নেওয়া যাবে; সেজন্য দেড় ঘণ্টার মিনিট প্যাক কিনবে।
সুন্দর জীবনের জন্য পরামর্শ | Advice Desk
❑ পরীক্ষা-নিরীক্ষার রিপোর্টসমূহ—
১. Luck সাপোর্ট টেস্টঃ আমরা করিয়ে দেবো।
২. হেলথ সাপোর্টঃ
(ক) তোমার কোনো বংশগত জটিল রোগ আছে কিনা (যেমন— IBS আমাশয়, অ্যালার্জি, গ্যাস্ট্রিক, হরমোনাল রোগ, ব্রেইন রোগ ইত্যাদি)? যদি থাকে তার বিবরণ।
(খ) তোমার পঞ্চইন্দ্রিয়ের সেনসিটিভিটি টেস্টের ফলাফল (আমরা করিয়ে দেবো)।
৩. ব্রেইন সাপোর্টঃ তোমার ব্রেইনের মেমোরি টেস্ট ও প্রসেসর টেস্টের ফলাফল (আমরা করিয়ে দেবো)।
(নোট: মেমোরি টেস্টের পরীক্ষাটি নিজেই করতে চাইলে উচ্চমাধ্যমিকের মনোবিজ্ঞানের ব্যবহারিক অংশের তাৎক্ষণিক স্মৃতি প্রসর (Immediate Memory Span) নির্ণয়ের পরীক্ষাটি অন্য কারও সাহায্য নিয়ে নিজের উপর করে দেখে তোমার এই স্মৃতির স্কোর বের করো। স্কোর ৭ থাকলেই তা মূলত স্বাভাবিক, কিন্তু বাংলাদেশের প্রেক্ষাপটে স্কোর ৮ থাকলে তা সেফ জোন)
৪. অ্যাডভান্সডমেন্টঃ তোমার বিগত বোর্ড পরীক্ষার মার্কশিটের ফটোকপি (রেজাল্ট ভালো না হয়ে থাকলে ভালো করতে না পারার কারণসমূহ কী কী ছিল তার বর্ণনা)।
Note: তুমি যদি কনজারভেটিভ ফ্যামিলির সন্তান হয়ে থাকো তাহলে তোমার ফ্যামিলির সম্পদের পরিমাণ টাকার অংকে যেটা হিসেব করেছিলে সেটা একটানে কেটে দাও; কারণ এটা তোমার কোনো কাজে আসবে না। একজন অনাথ, ইয়াতিম, নিঃস্ব ছেলে জীবনের পরিকল্পনা যেভাবে সাজায় তোমাকেও তোমার জীবনের পরিকল্পনা সেভাবে করতে হবে। সেক্ষেত্রে তোমার মেধা, পরিশ্রম করার ক্ষমতা, অধ্যাবসায় ও স্মার্টনেস তোমাকে দ্রুত উন্নতি করতে সহায়তা করবে।
তাই এসব প্রশ্নের উত্তর নিয়ে উপস্থিত হও আমাদের Advice Desk এর ক্যাম্পেইন বুথে।
আর কখন কোথায় ক্যাম্পেইন হবে তা জানতে ভিজিট করো Advice Desk এর ফেসবুক পেজ।
ফেসবুক পেজের লিংক→
facebook.com/advicedesk
হেল্পলাইন: ০১৭৪৬-৩১৫৬৩৯
Look: যাদের পক্ষে বুথে আসা সম্ভব নয় তারা মেসেঞ্জারে এসব কাগজের ফটো তুলে পাঠাবে ও তোমার একটা ফুল বডির ছবিও পাঠাবে যাতে তুমি ফিট আছো কি না তা বোঝা যায়। আর ফোনেও এসব টেস্টগুলো নেওয়া যাবে; সেজন্য দেড় ঘণ্টার মিনিট প্যাক কিনবে।
সুন্দর জীবনের জন্য পরামর্শ | Advice Desk
No comments:
Post a Comment